পাবনার ভাঙ্গুড়ায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন জাতীয়তাবাদী যুবদল,স্বেচ্ছাসেবক, ছাত্রদল,জিয়া সাইবার ফোর্স ও তারেক জিয়ার প্রজন্ম দলের একাংশের নেতাকর্মীরা। আজ সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে শরৎনগর বাজার গরুরহাট এলাকায় অবস্থিত দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতৃবৃন্দ স্থানীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানা, সাবেক কাউন্সিলর মিজানুর রহমান, ইউপি সদস্য আতিক আহমেদ,পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান রিপন,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলমগীর হোসাইন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহাগ হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন আহমেদ,উপজেলা যুবদলের সদস্য শামীম আহমেদ,উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি রানা আহমেদ দুলু, সদস্য সচিব ইরাদ আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান হোসেন, পৌর জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব মামুন হোসেন,উপজেলা তারেক জিয়ার প্রজন্ম দলের আহবায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব হাসান আলী, পৌর তারেক জিয়ার প্রজন্ম দলের আহবায়ক আহাদ আলী, সদস্য সচিব মাসুদ সরদার,ভাঙ্গুড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক কাওছার আহমেদ,যুবদল নেতা আসাদ আলী প্রমুখ।