নাটোরের লালপুরে বিএনপির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৬ ডিসেম্বর সকালে লালপুর ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের আয়োজনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ প্রদক্ষিণ শেষে লালপুর ত্রীমোহিনী চত্বরে সমবেত হয়।
লালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম লুলু সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু। বক্তব্য রাখেন লালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সিনিয়র সহ সভাপতি এ্যাড: ফিরোজ হোসেন, লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হক কালু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু রায়হান, লালপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান বাপ্পি প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন বিএনপি যুবদল ছাত্রদল সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।
এফএনএস