পাবনা জেলা বিএনপি’র সদস্য সচিব এড.মাসুদ খন্দকার বলেছেন, শেখ হাসিনার ভোট চুরির নির্বাচন আর এ দেশে হবেনা। কারচুপি করে হাসিনার ফ্যাসিবাদি সরকার ক্ষমতায় বসে ১৭ বছর জুলুম অত্যাচার করেছে। বিএনপির নেতা-কর্মীদের উপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। একটা মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার ছিলনা। নিরাপরাদ খালেদা জিয়াকে তার ক্যান্টমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল। তারেক রহমানকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেশান্তর করেছিল তারা। আল্লাহর কি মহিমা ! আজ শেখ হাসিনাই পলাতক খুনি আসামী। বাংলাদেশের মাটিতে তাদের বিচার হবে ইনশাল্লাহ। আজ বুধবার (১১ ডিসেম্বর) বিকালে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির আয়োজনে অষ্টমনিষা হাই স্কুল মাঠে দলের বিশাল কর্মীসম্মেলনে পাবনা-৩ (ভাঙ্গুড়া,চাটমোহর,ফরিদপুর) এর এমপি মনোনয়ন প্রত্যাশী আডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।
তিনি বলেন, এবার দেশের মানুষ স্বাধীনতার ঘোষক,বীর মুক্তিযোদ্ধা,সেক্টর কমান্ডার ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত গণমানুষের দল বিএনপির পক্ষে রায় দিতে উদগ্রীব হয়ে আছে। প্রিয় প্রতীক ধানের শীষে তারা কখন ভোট দিবে সেই অপেক্ষায় দিন গুনছেন। তাই আগামী নির্বাচনে বেগম জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আবার জাতীয়তাবাদি দলের সরকার গঠিত হবে ইনশাল্লাহ। তিনি বলেন,আওয়ামী সন্ত্রাসীরা অষ্টমণিষার মাঠে বিএনপির একটা মিটিং পর্যন্ত করতে দেয়নি। এখন শুধু সময়ের অপেক্ষা,বিনা ভোটের এমপি পুত্রদেরও অবৈধ রাজত্বের হিসাব নেওয়া হবে। সন্ত্রাসী ছাত্রলীগের গুন্ডা বিপ্লব গংদেরও ছেড়ে দেওয়া হবেনা। তাদের অত্যাচার-নির্যাতনে বিএনপির কেউ বাড়িতে ঘুমাতে পারেনি। নিরাপরাদ নেতাকর্মীদের মিথ্যা মামলায় জেলে আটকে রেখে অবর্ননীয় কষ্ট দেওয়া হয়েছে। সেব কথা কেউ ভোলেনি।
মাসুদ খন্দকার তার ভাষণে আরো বলেন, পকেট কমিটি নয়,বিএনপির সাচ্ছা লোক দিয়ে স্বচ্ছ কমিটি গঠন করা হবে। কোনো স্বজনপ্রীতি করা হবে না। বিগত দিনে যারা দলের জন্য ত্যাগ স্কীকার করেছেন, নির্যাতিত হয়েছেন,মামলা হামলার শিকার হয়েছেন-তাদের কে মুল্যায়ন করা হবে। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিতে তারা অগ্রাধিকার পাবেন। তাই যোগ্য ব্যক্তিকে বেছে নিতে ভুল না করার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও অষ্টমণিষা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বর্ষীয়ান নেতা মোঃ আয়নুল হকের সভাপতিত্বে এই কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মুজাহিদ স্বপন,সিনিয়র যুগ্ম আহব্বায়ক মোঃ আব্দুল আজিজ,সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক,যুগ্ম আহব্বায়ক নুরুল ইসলাম বরাত,যুগ্ম আহব্বায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা, মোঃ আলতাব হোসেন,পৌর বিএনপির আহব্বায়ক মোঃ রফিকুল ইসলাম, সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম বুরুজ, উপজেলা যুবদলের আহব্বায়ক মোঃ ফরিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ শাহিনুর রহমান শাহিন,কৃষক দলের সভাপতি মোঃ আখিঁরুজ্জামান মাসুম, সেচ্ছাসেবক দলের আহব্বায়ক হুমায়ুন আহমেদ,উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ন আহমেদ মুন,সদস্য সচিব লিখন সরকার,পৌর ছাত্র দলের আহবায়ক রাসেল রানা পিন্টু,অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির নেতা মোঃ আব্দুল মান্নান প্রমুখ। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল,কৃষকদল ও ছাত্রদলের কয়েক সহস্র নেতাকর্মী উপস্থিত ছিলেন।