লেবাননের মনোনীত প্রধানমন্ত্রী মোস্তফা আদিব পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) পদত্যাগের ঘোষণা দিয়ে আদিব বলেন, তিনি নতুন মন্ত্রিসভা গঠন থেকে নিজেকে সরিয়ে রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে গত ৩১ আগস্ট দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন দেশটির শীর্ষস্থানীয় কূটনীতিক মোস্তাফা আদিব। দেশটির সংসদ সদস্যদের ভোটে তিনি নির্বাচিত হন।
গেল ৪ আগস্ট লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পরই তিনি ক্ষমতা পান। বিস্ফোরণের ঘটনায় পদত্যাগ করেন প্রধানমন্ত্রী হাসান দিয়াব। এরপর লেবাননের সাবেক প্রধানমন্ত্রী হাসান দিয়াবের উত্তরসূরি হিসেবে মনোনীত করা হয় দেশটির জার্মানে নিযুক্ত রাষ্ট্রদূত মোস্তাফা আদিবকে।