ভাঙ্গুড়া সংবাদদাতা :
পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী শেখ হাসিনার ফাঁসির দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছে। সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাবেক সদস্য সচিব নূর মুজাহিদ স্বপনের নেতৃত্বে বিএনপির একটি বিশাল মিছিল পৌরসভার শরৎনগর বাজার ও ভাঙ্গুড়া বাজার প্রদক্ষিণ করে।
পরে শরৎনগর বাজার বটতলার পথ সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি’র সাবেক সদস্য সচিব নূর মুজাহিদ স্বপন,সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাফর ইকবাল হিরোক,পৌর বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম,সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজ,যুবদল সভাপতি ফরিদুল ইসলাম,কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুম,যুবদলের সাবেক সভাপতি ভিপি ফিরোজ আহমেদ,ছাত্রদল সভাপতি হুমায়ন আহমেদ মুন,সেক্রেটারি লিখন সরকার প্রমুখ। নেতা-কর্মীদের ভিড়ে পথসভাটি একসময় জনসভায় রুপ নেয়।
অন্যদিকে সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এড.মো.মজিবর রহমান এর নেতৃত্বে একটি পৃথক মিছিল পৌরশহর প্রদক্ষিণ শেষে পথসভায় বক্তব্য দেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এড.মো.মজিবর রহমান,বিএনপি নেতা আহমেদ শরিফ ও সাইফুল ইসলাম। সাবেক পৌর বিএনপির সভাপতি মো.জাকির হোসেনের নেতৃত্বে বিএনপির অপর একটি মিছিল শেষে পথসভায় বক্তব্য দেন সাবেক পৌর বিএনপির সেক্রেটারি আশরাফুল আলম স্বপন।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং জামাতে ইসলামী’র নেতা-কর্মীরা পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে জামাতের পথ সভায় বক্তব্য দেন নেতৃবৃন্দ।
বক্তারা আওয়ামী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি আখ্যায়িত করে আগস্টের ছাত্রগণআন্দোলনে নির্বিচারে মানুষ হত্যা,বিএনপি-জামাত নেতা-কর্মী হত্যা,গুম,খুন ও বিডিআর হত্যাসহ সকল হত্যাকান্ডের জন্য তার ফাঁসি দাবি করেন।