‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই স্লোগানকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সাঁথিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাঁথিয়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম জামাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঁথিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল্লাহ আল-মাহমুদ দেলোয়ার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাবনা জেলা আনসার ও ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট শাহ্-আলম, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, আনসার ও ভিডিপি পাবনার সার্কেল অ্যাডজুট্যান্ট আসিফ ইকবাল ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যংক সাঁথিয়া শাখার ব্যবস্থাপক বশির উদ্দিন।
উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মনিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামছুন নাহার।
এ সময় উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সর্বমোট ২শ’ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।
সমাবেশে সাফল্য অর্জনকারীদের মাঝে বাইসাইকেলসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।