ভাঙ্গুড়া প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া পৌরসভার বড়ালব্রিজ বাজারে অবৈধ চাল মজুদের দায়ে ভ্রাম্যমান আদালত সোমবার দুপুরে এক খাদ্য ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা করেছেন। তার নাম হাজী খাইরুল ইসলাম। উপজেলা খাদ্য নিয়স্ত্রক আইনিন আফ্রোজ এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
জানাযায়,উপজেলার কতিপয় খাদ্য ব্যবসায়ী ধান-চাল মজুদ করে বাজারে খাদ্যের কৃত্তিম সংকট সৃষ্টি করছে। এ কারণে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপাসা হোসাইন এর নেতৃত্বে খাদ্য অধিদপ্তর আজ সোমবার মোবাইল কোর্ট পরিচালনা করে।
উপজেলা খাদ্য নিয়স্ত্রক আইনিন আফ্রোজ জানান, ইসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট -১৯৫৬ ধারা মোতাবেক লাইসেন্স বিহীন খাদ্য ব্যবসার জন্য ওই ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়। সোমবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে বলে জানাগেছে।