দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে (ভার্চুয়াল) খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষদের নিয়ে বড়দিনের কেক কাটলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। বৃহস্পতিবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির উদ্যোগে খ্রিষ্টান সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময়ের এ অনুষ্ঠান হয়।
বাইবেল পাঠের পর শুভ বড়দিনের প্রাক্কালে অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেওয়া তারেক রহমানের উপস্থিতিতে দলের মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার একত্রিত হয়ে বড় দিনের কেক কাটেন। অনুষ্ঠান তারেক রহমান খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।
এলবার্ট পি কস্টার সভাপতিত্বে সুব্রত রোজারিও’র পরিচালনায় শুভেচ্ছা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় নেতা গৌতম চক্রবর্তী, জনগোমেজ, মার্সেল এম চিরান প্রমুখ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সত্যিকার অর্থে বড়দিনে যীশু খ্রিষ্টের জন্মদিনে আসুন ঐক্যবদ্ধ হই, অন্ধকারকে দূর করে আলোয় নিয়ে আসি এবং সকলকে একটা কল্যাণময় রাষ্ট্র উপহার দিতে পারি এই প্রার্থনা করি। আমি আপনাদেরকে দলের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দেশের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি বলেন, এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য সৃষ্টি করা।