ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তায়ন করছেন তারই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। পরিত্যক্ত রেল যোগাযোগকে তিনি সংষ্কার করে আধুনিক ও উন্নত যাত্রী সেবার উপযোগী করে গড়ে তুলেছেন। ঢাকা থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইন হবে।’ মুজিব বর্ষ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরের দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রীজ স্টেশন চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্টেশনের যাত্রীদের সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে স্টেশনের আধুনিকায়ন কাজের শুভ উদ্বোধন কালে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি এ কথা গুলি বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা। এতে সভাপত্বি করেন বাংলাদেশ রেলওয়ের মহা পরিচালক ডিএন মজুমদার।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গোলাম হসনাইন রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি জেলা পরিষদ সদস্য মো. আসলাম আলী মহিলা সদস্য গুলশাহানারা পারভীন লিপি,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মো. জাকির হোসেন ছবি, সাংগঠনিক সদস্য অধ্যক্ষ মো.সাইদুল ইসলাম, আজাদ খাঁন, যুগ্ম সম্পাদক রমজান আলী , যুবনেতা ইবনুল হাসান শাকিল,সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হাসান আরিফ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুল হাসান বিপ্লব,যুবলীগ, ও আওয়ামীলীগের অঙ্গসহযোগি নেতাকর্মীও সাংবাদিকবৃন্দ।
এর আগে মন্ত্রী স্পেশ্যাল ট্রেনযোগে বড়ালব্রীজ স্টেশনে পৌঁছালে স্থানীয় সংসদ ও নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। পরে তিনি বড়ালব্রীজ স্টেশনের অধুনিকায়ন কাজের শুভ উদ্বোধন করেন।