বিশেষ প্রতিনিধিঃ
‘জনগণই আমার শক্তি, জনগণই আমার মূলমন্ত্র, তাই জনকল্যাণেই নিজেকে উৎসর্গ করতে চাই। সে কারণে আমি নির্বাচিত হলে এই ইউনিয়নে যে কোনো ধরণের অন্যায় অত্যাচার ও অবিচার কঠোর হস্তে দমন করা হবে।’ আসন্ন ইউপি নির্বাচনে সোমবার(২৫অক্টোরব) সন্ধ্যায় নির্বাচনী পথসভা ও গণসংযোগে পাবনার ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পারভাঙ্গুড়া গ্রামের স্লুইসগেট এলাকায় এক বক্তৃতায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী পরপর তিনবার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মধূ উপরোক্ত কথা গুলি বলেন।
আসন্ন পারভাঙ্গুড়া ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে মনোয়ন প্রত্যাশী পরপর তিনবার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মধু জনগণের মতামত নিয়ে এরই মধ্যে ইউনিয়নের প্রতি ওয়ার্ডে ও মহল্লায় নির্বাচনী পথসভা ও গণসংযোগ করে চলেছেন। তারই ধারাবাহিকতায় সোমবার(২৫ অক্টোবর) উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে পারভাঙ্গুড়া গ্রামের স্লুইসগেট এলাকায় এস গণসংযোগ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ডের প্রবীন আওয়ামীলীগ নেতা মো. আফছার আলী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রবীন ব্যক্তিত্ব ডাঃ মিলন মাস্টার, ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক কোরবান আলী, প্রভাষক শওকত আলী রঞ্জুসহ স্থানীয় গ্রাম্য প্রধানবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৯ ওয়ার্ড স্বেচ্চাসেবক লীগ সভাপতি মো. রবিউল ইসলাম। এর আগে বিভিন্ন মহল্লা থেকে মিছিল নিয়ে জনতা এসে এ গণসংযোগে যোগ দেন। অনুষ্ঠানে আগামী দিনে এই ইউনিয়ন পরিষদের জন্য উপস্থিত সকালে জাহাঙ্গীর আলম মধুর ইউপি চেয়ারম্যান আমলের বিভিন্ন সফলতা তুলে ধরে তার মতো একজন ত্যাগি , সৎ ও সাহসী মনোবল সম্পন্ন প্রার্থীকে আবারোও নৌকা প্রতীক দিতে কেন্দ্রের প্রতি আহ্বান জানান।