মুজিবুল হক বলেন, আগামী নির্বাচনে দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। মানুষ বিশ্বাস করে, একমাত্র জাতীয় পার্টি গণমানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে। তিনি বলেন, জিয়াউদ্দিন আহমেদ সব সময় স্বপ্ন দেখতেন দলকে শক্তিশালী করার, ৩০০ আসনে মনোনয়ন দিয়ে দলকে রাষ্ট্রক্ষমতায় দেখার। দলকে শক্তিশালী করে সব সংসদীয় আসনে মনোনয়ন দেওয়ার জন্য তাঁরা কাজ করছেন বলে জানান তিনি।
এ সময় জাপার প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, পীর ফজলুর রহমান মিজবাহ, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, ক্রীড়াবিষয়ক সম্পাদক আহাদ ইউ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য জিয়াউর রহমান, যুব সংহতির সদস্য এম কে সোহেল, নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।