ভাঙ্গুড়া প্রতিনিধি:
রবিবার (৩ অক্টোবর) পাবনার ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগর বাজারে পূবালী ব্যাংক লিমিটেড এর ৪৮৩তম শাখার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ মো: মকবুল হোসেন এমপির পক্ষে পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল ফিতা কেটে এই শাখার শুভ সূচনা করেন।
ব্যাংকের পিন্সিপ্যাল অফিসার মো: মশিউর রহমান আকন এর সঞ্চালনায় ও পূবালী ব্যাংক ভাঙ্গুড়া শাখার নয়া ব্যবস্থাপক মো: আনিছুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পূবালী ব্যাংকের রাজশাহী অঞ্চলের প্রধান ও সহকারী-মহাব্যবস্থাপক মো: রফিকুল ইসলাম,সহকারী মহাব্যবস্থাপক দেওয়ান মো: মশিউর রহমান,সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: শহিদুজ্জামান,বণিক সমিতির সভাপতি আলহাজ মো: ফজলার রহমান,সেক্রেটারী মো: আমিরুল ইসলাম সাবান ও ব্যবসায়ী জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন,প্রিন্ট মিডিয়ার সাংবাদিক,সুশিল সমাজের প্রতিনিধি,ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী শেণির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।