চাটমোহর-পাবনা সড়কের উপর বসে বিশাল পাটের হাট। সপ্তাহের প্রতি রবিবার এই সড়কের অমৃতকুন্ডা (রেলবাজার) হাটে পাট বেচাকেনা হয় সড়কের উপর। ভোর থেকেই শুরু হয় পাট বেচাকেনা।
এসময় সড়কে সৃষ্টি হয় যানজটের। যাত্রীবাহী বাস,নসিমন,করিমন,সিএনজিসহ মালবাহী ট্রাককে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। বেড়ে যায় জনদূর্ভোগ। তবে সকাল ৮টার মধ্যেই পাট বেচাকেনা অনেকটাই শেষ হয়ে যায় বলে দাবি ব্যবসায়ীদের। প্রায় ৫ ঘন্টা সড়কটি থাকে পাটের দখলে। এখানে প্রতি সপ্তাহে কয়েক হাজার মণ পাট বেচাকেনা হয় বলে জানালেন ব্যবসায়ীরা। তারা জানান,সকাল ৮টার মধ্যেই সড়কটি ফাঁকা হয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম জানান,সড়কে উপরে পাট বিক্রির বিষয়টি তিনি শুনেছেন। স্থানীয় চেয়ারম্যানকে বলা হয়েছে যানজট নিরসনে ব্যবস্থা নিতে। তাছাড়া পুলিশ ও চৌকিদার দায়িত্ব পালন করেন।