অনলাইন ডেস্ক : বিয়ের দিন শ্বশুর বাড়িতে যাওয়ার সময় মেয়েরা সাধারণত কান্না করে। এমনকি নববধূকে দেখে এমন মনে হয় যেন তাকে জোর করে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের এই উপমহাদেশে যা সাধারণ দৃশ্য। এবার সেই রীতিকে ভেঙে দিয়েছেন এক তরুণী। অবশ্য ভেঙে দিয়েছে বললে ভুল বলা হবে! বলতে হবে, রীতিকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, এক নববধূ তার বিয়ের দিন হাসিমুখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছে এবং শ্বশুর বাড়ির উদ্দেশে রওনা দিয়েছে। আর সেটা নিজে গাড়ি চালিয়ে এবং বরকে পাশের সিটে বসিয়ে।
ভারতীয় এই নারীর নাম স্নেহা সিংহ উপাধ্যায়া এবং তার স্বামীর নাম সৌগত উপাধ্যায়া। তাদের নিয়ে একটি প্রতিবেদন করেছে দেশটির শীর্ষস্থানীয় দৈনিক হিন্দুস্তান টাইমস।
এটা কার আইডিয়া ছিল? এমন এক প্রশ্নের জবাবে নববধূ বলেন, তার নিজেরই আইডিয়া।
প্রথম যখন আমরা ডেটে গিয়েছিলাম তখন আমিই গাড়ি চালিয়ে তাকে (সৌগত) বাড়ি পৌঁছে দিয়েছিলাম। তাই বিয়ের দিনও একই কাজ করার ইচ্ছে ছিল। সেই অনুযায়ী এ পদক্ষেপ, যোগ করেন তিনি।
স্নেহা সিংহ উপাধ্যায়া পেশায় রাঁধুনী। তার নিজের একটি ক্যাফে রয়েছে। সেখানেই দুজনের প্রথম পরিচয় ঘটে। সৌগত উপাধ্যায়া ক্যাফেতে তার বন্ধুদের সঙ্গে খেতে এসেছিল। খাবার খেয়েই রাঁধুনীর প্রেমে পরেন। এরপর বন্ধুত্ব, প্রেম এবং তা প্রণয়ে রুপান্তর।