পাবনার ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশে ফেব্রুয়ারি রাতের প্রথম প্রহরে উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য আর্পনের মধ্যে দিয়ে দিবসটি নানা আয়োজনে পালিত হয়। দিবসটির প্রথম প্রহরে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারমান আলহাজ্ব মো. বাকী বিল্লাহ, উপজেলা ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান, ভাঙ্গুড়া পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পন করেন।
এরপর দিন ভোরে সূর্য উদয়ের সাথে সাথে উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পন করে ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। অপরদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ অশরাফুজ্জামান, সহকারি কমিশনার(ভুমি) মো. কাওছার হাবিব,উপজেলা অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।