অনলাইনে আবেদন করলে পাওয়া যাবে রাঙ্গামাটির স্থায়ী বাসিন্দার সনদপত্র। জরুরি ভিত্তিতে আবেদন করলে এক সপ্তাহের মধ্যেই মিলবে সনদ। রাঙ্গামাটির জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ রোববার অনলাইনে স্থায়ী বাসিন্দা সনদ কার্যক্রম উদ্বোধন করেন। জেলা প্রশাসক বলেন, এখন থেকে স্থায়ী বাসিন্দা সনদ পেতে আগের মতো ভোগান্তি ও আর্থিক লেনদেন সমস্যায় পড়তে হবে না। সাধারণভাবে দুইশ টাকা আর জরুরি ভিত্তিতে চারশ টাকা দিয়ে অনলাইনে আবেদন করলে সনদ পাওয়া যাবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ। অন্যদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুন মিয়া ও শিল্পী রানী রায়। বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ বলেন, স্থায়ী বাসিন্দার সদন খুবই গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।