সংবাদ ডেস্ক: রাজধানীর রামপুরা থানা এলাকা থেকে ৮৫ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে র্যাব। শুক্রবার রাজধানীর থানা রামপুরার লোহার গেট এলাকা (খিলগাঁও ভূতের গলি) থেকে এ সাপের বিষ উদ্ধার করা হয়।
এ সময় আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের ৫ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে আটককৃতদের নাম ও পরিচয় জানা যায়নি।
আরো পড়ুন :করোনায় আরো ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৭৮৫
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) ইমরান খান জানান, আটককৃতরা আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে সাপের বিষ পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।