পাবনায় র্যাবের একটি বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার নেতৃত্বে, (৫ জানুয়ারি) সকালে বাস টার্মিনাল চেকপোষ্ট স্থাপন করে ৩১কেজি গাঁজাসহ কাভার্টভ্যানে থাকা চার জনকে আটক করেছে র্যাব। আটককৃত’রা হলেন, লালমনিরহাট জুম্মাপাড়া মৃত আমির আহমদ’র ছেলে মো. হাসান আলী (৩৪), পাবনার দক্ষিণ রামচন্দ্রপুর মো. আফজাল মোল্লা’র ছেলে মো. লিটন হোসেন (৩৮), হামিদপুর (গাঙপাড়া) মৃত আলিম উদ্দিন’র ছেলে মো. হামিদ (৪০) এবং গাড়ি চালক নাটোর লালপুর, গোপালপুর (বীরোপাড়া) নুর হোসেন’র ছেলে মো. শিমুল (৩২)।র্যাব জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে নিজ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মামলা রুজু করা হচ্ছে।