ডিসেম্বর এলেই…….
কবি-অসীম কুমার পাল
এই সবুজের ভাঁজে ভাঁজে দেখো রক্ত লেগে আছে,
আমার মায়ের বুকটা দেখো রক্তে ভিজে গেছে।
আমার মায়ের মুখটাকে ওরা করতে চেয়েছিল বন্ধ,
ওদের গায়ে লেগে আছে তাই রক্তচোষার গন্ধ।
হায়েনা ওরা, হিং¯্র ওরা, পাক শত্রæর দল,
ওদের কাছে হারেনি বাঙালি, আদর্শে অবিচল।
অসাম্প্রদায়িক বাঙালি ইতিহাসে বিজয়ী বার বার,
ডিসেম্বর মাস বিজয়ের মাস, বাঙালির অহংকার।
আমি ক্ষুধার্ত, আমি তৃষ্ণার্ত, আমি দেশের তরে লড়ি,
ডিসেম্বর এলেই ”বাংলা মা” আমি তোমায় স্মরণ করি।