নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২০ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আসাদুজ্জামান আসাদ। ৩০ নভেম্বর সোমবার বেলা ১১ টা ৩০ মিনিটে উপজেলা চত্বরে এই মেলা অনুষ্ঠিত হয়। নলডাঙ্গা উপজেলা র্নিবাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিনা খাতুন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম সরদার সহ প্রমূখ। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২২ টি ষ্টল অংশ গ্রহণ করে। করোনা ভাইরাস এর কারণে ১ দিনের জন্য এই মেলা অনুষ্ঠিত হয়।