সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ণিমাগাতী ইউনিয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোববার বেলা ১২টায় পূর্ণিমাগাতী ইউনিয়নে চত্বরে রবি মৌসুমে বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে । মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষি জমি সুষ্ঠ ব্যবহারের জন্য জাতীয় সংসদ সদস্য তানভীর ইমামের দিক নির্দেশনায় পুর্ণিমাগাতী ইউনিয়নে সাড়ে ৬ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয় । এ সময় উপস্থিত ছিলেন পূর্ণিমাগাতী ইউনিয়নে চেয়ারম্যান আল-আমীন সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।