1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

ভয়েস ক্লোন ও ভুয়া বিজ্ঞাপন নিয়ে সতর্কবার্তা দিলেন আজহারী

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৩ সময় দর্শন

জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারীর ছবি, ভিডিও এবং এআই প্রযুক্তিতে কণ্ঠ হুবহু নকল করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা চালাচ্ছে একটি চক্র। এসব ভুয়া কনটেন্ট ও বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একইসঙ্গে এসব অপকর্মে জড়িতদের বিরুদ্ধে সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই ইসলামি আলোচক।

সোমবার (১৯ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই অভিযোগ ও সতর্কবার্তা দেন।

পোস্টে তিনি লিখেছেন, সম্প্রতি কিছু কুচক্রী প্রতারক মহল সোশ্যাল মিডিয়াতে আমার ছবি, ভিডিও এবং এমনকি আমার ভয়েস ক্লোন করে ডিজিটাল মাধ্যমে নানা ধরনের প্রতারণা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের ভুয়া প্রোডাক্ট প্রমোশন, চিকিৎসা সেবা, বিশেষ করে ওষুধি পণ্যের অবৈজ্ঞানিক, বিভ্রান্তিকর ও বিব্রতকর বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।

‘এসব কন্টেন্ট দেখে, এআই সম্পর্কে ওয়াকিবহাল নন এমন অনেক শুভাকাঙ্ক্ষী ভাই-বোনেরা আর্থিকভাবে প্রতারিত হচ্ছেন। অনেকের মনে আমাদের ব্যাপারে নেতিবাচক ধারণা সৃষ্টি হচ্ছে। যা আমার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।’

মিজানুর রহমান আজহারি আরও লিখেছেন, ইদানীং এসব ভুয়া পণ্য বা ওষুধের জন্য Hasanah Foundation এর অফিসিয়াল নম্বরে প্রতিনিয়ত ফোনকল আসছে, যা ফাউন্ডেশনের দাপ্তরিক কার্যক্রমে চরম বিঘ্ন ঘটাচ্ছে। এসব প্রচারণার সাথে আমার বা আমাদের ফাউন্ডেশনের কোনো সম্পর্ক নেই। আমার পরিচয় ব্যবহার করে এ ধরনের কোনো পণ্য বিক্রির চেষ্টা করা হলে তা সম্পূর্ণ ভুয়া এবং অনৈতিক।

‘ইতোমধ্যেই আমরা এসব প্রতারক মিডিয়া ও পেইজগুলোর একটি তালিকা প্রস্তুত করেছি- যা শিগগিরই পুলিশের সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হবে। অনতিবিলম্বে এসব কন্টেন্ট রিমুভ না করলে, দেশ বা দেশের বাইরে যেখান থেকেই এ ধরনের প্রতারণা চালানো হচ্ছে তাদের বিরুদ্ধে— কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, আমরা এমন কঠোর পদক্ষেপ নিতে চাই না। কিন্তু পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় জনস্বার্থে ও ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গা থেকে এটি অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। সকল প্রতারকচক্রের প্রতি এটি আমাদের পক্ষ থেকে ফাইনাল ওয়ার্নিং। অনতিবিলম্বে এসব প্রতারণামূলক কার্যক্রম বন্ধ না করলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবো।

‘আশা করি, যে সকল চক্র এ ধরনের গর্হিত কাজে জড়িত— তারা অনতিবিলম্বে এসব অপকর্ম থেকে সরে আসবে। আল্লাহ আপনাদের মেধা ও প্রযুক্তিগত দক্ষতাকে হালাল ও পজিটিভ কাজে ব্যবহার করে উত্তম পন্থায় রিজিক তালাশের তাওফিক দিন।’

পরিশেষে শুভাকাঙ্ক্ষীদেরকে উদ্দেশে এই ইসলামিক বক্তা বলেন, কোনো বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত হওয়ার আগে আমাদের অফিশিয়াল সোর্স থেকে সত্যতা যাচাই করে নিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host