উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উল্লাপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও প্রবীন সাংবাদিক নুর মোহাম্মদ সরকার (৬৫) শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ শহরের বাড়িতে মারা গেছেন (ইন্নালিলাহি………রাজিউন)। তিনি বেশকিছুদিন ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে সহ বহুস্বজন রেখে গেছেন। নুর মোহাম্মদ প্রায় ৪ দশক ধরে সংবাদপত্রের সঙ্গে জড়িত ছিলেন। তিনি দৈনিক ভোরের কাগজ, ভোরের পাতা, খোলা কাগজ এবং কলম সৈনিক পত্রিকায় বিভিন্ন সময়ে উলাপাড়া প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। নুর মোহাম্মদের মৃত্যুতে উলাপাড়া গণমাধ্যম কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রাত ৯ টায় উলাপাড়া ঈদগাহ মাঠে জানাযা শেষে পশ্চিমপাড়া কবরস্থানে দাফন করা হবে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।