পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় সক্রিয় অংশগ্রহণ ঘটাতে, উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে পাবনার ভাঙ্গুড়ায় শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় ভাঙ্গুড়া পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর মেন্দা আব্দুল মোড় বাজারের খেলার মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়। উদ্বোধনী ম্যাচে কালীবাড়ি ইয়াং স্পোর্টস ক্রিকেট একাদশ বনাম ভাঙ্গুড়া পৌর যুবদল ক্রিকেট একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। এ ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ভাঙ্গুড়া পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব শহীদুল ইসলাম’র সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন খান’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নূর মোজাহিদ স্বপন।
উদ্বোধনী বক্তব্যে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন বলেন, আজকের ইলেকট্রনিক মিডিয়া তরুণ প্রজন্মকে গৃহবন্দি ও মানসিকভাবে বিপন্ন করে তুলেছে। এ অবস্থা থেকে একমাত্র ক্রীড়া চর্চার মাধ্যমে তরুণ শ্রেণিকে রক্ষা করা যেতে পারে। সুস্থ, সুন্দর ও আনন্দময় জীবনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর মেন্দা যুব সংঘের এমন আয়োজন সত্যি প্রশংসার দাবিদার।
এসময় ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রভাষক জাফর ইকবাল হিরোক, যুগ্ম আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা, ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম বুরুজ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম টিটু, পৌর কৃষক দলের সদস্য সচিব পান্না হোসেন, পৌর যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ, ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজীদ হোসেন, ১নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইয়াং সওদাগর স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আজমত আলী প্রামানিক বলেন, খেলাধুলাই একমাত্র সুস্থ শরীর গঠন, সঠিক ব্যক্তিত্ব বিকাশ ও মানসিক বিকাশে কার্যকরী ভূমিকা পালন করে। খেলাধুলা শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল করে। যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হারও। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে।