পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী,বিএনপির বিদ্রোহী প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীসহ ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার ও সোমবার এই মনোনয়নপত্র দাখিল করা হয়। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুসা নাসের চৌধুরীর নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় হাসান জাফর তুহিনের সহধর্মিনী নিলুফার জাফিরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এরআগে রোববার (২৮ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য.সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এসময় বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা,সাবেক ইউপি চেয়ারম্যান নজির সরকার,আব্দুল কুদ্দুস আলোসহ অন্যরা উপস্থিত ছিলেন। চাটমোহরে আরো মনোনয়নপত্র দাখিল করেন জাতীয় পার্টির মীর নাদিম মোস্তফা ডাবলু ও গণফোরামের সরদার আশা পারভেজ। এছাড়া পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহেদ মোস্তফার কাছে মনোনয়নপত্র জমা দেন গণঅধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা,বাংলাদেশ সুপ্রিম পার্টির মো.মাহবুবুর রহমান জয় চৌধুরী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আঃ খালেক। এছাড়া জামামায়াতের প্রার্থী অধ্যাপক মওলানা আলী আছগার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার তাপস পালের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় তিন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।