ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার। গতকাল রোববার পর্যন্ত সারা দেশে প্রার্থীরা দুই হাজার ৭৮০টি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
তবে জমা দিয়েছেন প্রায় অর্ধশত। গতকাল বিকাল ৪টা পর্যন্ত হালনাগাদ এ পরিসংখ্যান তুলে ধরে ইসির কেন্দ্রীয় সমন্বয় কমিটি। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সূচি নির্ধারিত ছিল।
ইসির তথ্য অনুযায়ী, প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তির তারিখ ১০ থেকে ১৮ জানুয়ারি। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি এবং ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার।
সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ৫০১টি মনোনয়নপত্র উত্তোলন হয়েছে ঢাকা অঞ্চল থেকে। এরপর রংপুর থেকে ২৮৩টি, রাজশাহী থেকে ২৬৯, খুলনা থেকে ৩০২, বরিশাল থেকে ১৬১, ফরিদপুর থেকে ১৪৫, ময়মনসিংহ থেকে ৩৩৯, সিলেট থেকে ১২৭, কুমিল্লা থেকে ৪০৫ এবং চট্টগ্রাম অঞ্চল থেকে ২৪০টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এর মধ্যে সবচেয়ে বেশি আটটি মনোনয়নপত্র জমা হয়েছে ফরিদপুরে। এছাড়া ময়মনসিংহ ও বরিশাল অঞ্চলে সাতটি করে, রংপুরে তিনটি, ঢাকা ও চট্টগ্রামে দুটি করে এবং খুলনা ও সিলেট অঞ্চলে একটি করে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। আর রাজশাহী ও কুমিল্লা অঞ্চলে কোনো মনোনয়নপত্রই দাখিল করা হয়নি।
এদিকে ঢাকা বিভাগে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে অনেকেই গতকাল দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে তাদের মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে রয়েছেনÑঢাকা-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি, ঢাকা-৬ আসনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলি, ঢাকা ১৬ আসনে আমিনুল ইসলাম, ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ডা. এসএম খালেদুজ্জামান, কমিউনিস্ট পার্টি মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী ত্রিদিপ কুমার সাহা, ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী মেজর ব্যারিস্টার সারওয়ার। এ পর্যন্ত ঢাকায় স্বতন্ত্র ও অন্যান্য রাজনৈতিক দলের ৩২৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। পাশাপাশি জমা দেন ১১ জন।
ইসির তথ্যমতে, সাধারণত জমার শেষ দিনে অধিকাংশ মনোনয়নপত্র দাখিল করা হয়ে থাকে। এবারও প্রার্থীরা শেষ দিনকেই যে বেছে নিচ্ছেন, তা সমন্বয় কমিটির চিত্রই বলছে। মনোনয়নপত্র জমার সময় প্রার্থী বা তার প্রস্তাবক, সমর্থকসহ পাঁচজনের বেশি উপস্থিত থাকতে নিষেধাজ্ঞা রয়েছে। এ সময় কোনো ধরনের মিছিল, শোডাউন করলে আচরণবিধি লঙ্ঘন হবে।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট হবে ১২ ফেব্রুয়ারি। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
ইতোমধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ কয়েকজন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংগ্রহ করেন।
সূত্র: আমার দেশ