শহীদ শরিফ ওসমান হাদি বাংলাদেশকে জুলাই জাগিয়ে দিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই মন্তব্য করেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, হাদিকে হত্যা করে যারা ভেবেছিল বাংলাদেশকে ভয় দেখানো যাবে, হাদির জানাজা তাদেরকে উত্তর দিয়ে দিয়েছে। এমনকি এখনও প্রতিদিন শত শত মানুষ দূর-দূরান্ত থেকে এসে হাদির কবরে মোনাজাত করে কাঁদছে। এটা এক অভাবনীয় ঘটনা।
তিনি আরো লিখেন, বত্রিশ বছরের এক তরুণ যেভাবে গোটা বাংলাদেশকে এক করে ফেললো, জুলাইকে জাগিয়ে দিলো এটা আরো বহু জেনারেশনকে ইন্সপায়ার করবে।