আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তাঁর মতে, ভোটের তারিখ এগিয়ে এলে জনমনে থাকা ভয় ও সংশয় ধীরে ধীরে কেটে যাবে এবং নির্বাচন ঘিরে আস্থা বাড়বে।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালট বিদেশে পাঠানোর সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। ভোটের পরিবেশ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলসহ দেশের সবাই নির্বাচন চায় এবং দেশের মঙ্গল কামনা করে। তাঁর ভাষায়, “ভোটের দিন যত এগিয়ে আসবে, ভয় তত কেটে যাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে।”
এই নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট চালু করা হয়েছে। এ বিষয়ে সিইসি জানান, পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী ভোটারদের পাশাপাশি নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং কারাবন্দিদের ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, “৫৪ বছরে প্রথমবার প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা হলো। পোস্টাল ব্যালটের নিরাপত্তাও নিশ্চিত করা হচ্ছে।”
পোস্টাল ব্যালট ব্যবস্থাকে ভবিষ্যতে আন্তর্জাতিকভাবে একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হবে বলেও আশা প্রকাশ করেন নাসির উদ্দিন। তিনি বলেন, “আমাদের পোস্টাল ব্যালট মডেল বিশ্বে মডেল হয়ে থাকবে। কিছু ভুল-ত্রুটি থাকতে পারে, তবে প্রথমবার হিসেবে আমরা সন্তুষ্ট। সামনে আরও উন্নতি হবে।”
এই ব্যবস্থাপনা বাস্তবায়নে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে বলেও জানান সিইসি। তাঁর কথায়, “বিভিন্ন কারিগরি ও বৈশ্বিক চ্যালেঞ্জ ছিল। বিশেষজ্ঞদের মতামত নিয়ে আমরা সেগুলো মোকাবিলা করেছি।” তিনি আরও যোগ করেন, নির্বাচনকে কেন্দ্র করে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হবে এবং এই কার্যক্রমও সেই ভোট উৎসবের অংশ।