উত্তরাঞ্চলের মধ্যে পেঁয়াজ ভাণ্ডার হিসেবে খ্যাত পাবনার সুজানগরের হাট-বাজারে মুড়িকাটা পেঁয়াজের দাম কমেছে মণপ্রতি এক হাজার টাকা। এতে ভোক্তাদের মাঝে স্বস্তি দেখা দিলেও পেঁয়াজ চাষীরা কিছুটা হতাশ।
উপজেলার গোপালপুর গ্রামের পেঁয়াজ চাষী বিল্লাল হোসেন বলেন গত ১০/১২দিন আগেও উপজেলার হাটবাজারে প্রতিমণ মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৮০০ টাকা থেকে ৪০০০টাকা দরে। কিন্তু মাত্র ১০/১২দিনের ব্যবধানে বর্তমানে উপজেলার অধিকাংশ হাটবাজারে প্রতিমণ মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ২৮০০ থেকে ৩০০০হাজার টাকা দরে। এ হিসাবে মণপ্রতি পেঁয়াজের দাম কমেছে এক হাজার টাকা।
উপজেলার চরসুজানগর গ্রামের তোফাজ্জল হোসেন বলেন এ বছর ১বিঘা জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদ করতে সার, বীজ ও শ্রমিকসহ উৎপাদন খরচ হয়েছে ৮০ থেকে ৯০ হাজার টাকা। আর প্রতিমণ পেঁয়াজের উৎপাদন খরচ হয়েছে ২৪০০ থেকে ২৫০০টাকা। অথচ বর্তমানে উপজেলার হাটবাজারে প্রতিমণ মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮০০ থেকে ৩০০০হাজার টাকা দরে। এ হিসাবে উৎপাদন খরচ বাদে কৃষকের তেমন একটা লাভ হচ্ছেনা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান বলেন মুড়িকাটা পেঁয়াজের বর্তমান বাজার স্থিতিশীল। বাজার এর চেয়ে বেশি হলে ভোক্তাদের সমস্যা আর কমলে কৃষকের লোকসান।