পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য কেএম আনোয়ারুল ইসলাম বলেছেন, বিএনপি ভুল করলেও আনোয়ার ভুল করবে না। শেষ পর্যন্ত দল যদি আমাকে মনোনয়ন না দেয়, তবুও নির্বাচনের মাঠে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বো।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দল থেকে দুইবার এমপি নির্বাচিত হয়েছি। কেউ বলতে পারবে না আমি দুর্নীতি করেছি। এই নির্বাচনে দলসহ সকল জরিপে আমি এগিয়ে আছি তাপরও আমাকে মনোনয়ন দেওয়া হচ্ছে না।
ওই বিএনপি নেতা আরও বলেন, আমি এই এলাকার সন্তান,এই মাটিই আমার শেষ ঠিকানা। এলাকার জনগণের স্বার্থেই আমি নির্বাচনে অংশ নেব।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুর রহমান লিটন,পার ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন,মন্ডতোষ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিন্নাহ আলী, সাবেক সদস্য সচিব আকরাম আলী মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন।