পাবনার চাটমোহরে শীতার্ত দরিদ্র মানুষের মাঝে রোটারী ক্লাব অব এভারগ্রীণ পাবনার উদ্যোগে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় চাটমোহর পৌর সদরের মধ্য শালিখা জামে মসজিদ চত্বরে কম্বল বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব এভারগ্রীণ পাবনার সভাপতি রোটারিয়ান মোঃ রাশিদুল হাসান বকুল।
রোটারী ক্লাব অব এভারগ্রীণ পাবনার সদস্য রোটারিয়ান রাজিউর রহমান রুমীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন, রোটারী ক্লাব অব এভারগ্রীণ পাবনার রিপসা টিম সদস্য রোটারিয়ান মোঃ জালাল উদ্দিন, রোটারিয়ান মোঃ আঃ জলিল,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, মোঃ আজাহার আলী প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।