ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় ৯ ডিসেম্বর আন্তর্জািতিক দুর্নীতিবিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে নান কর্মসূচী পালিত হয়। সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করা হয়। অতপর রঙিন বেলুনের ফেস্টুন উড়িয়ে দিবসের সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল।
এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো.শহিদুজ্জামান,সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুব উল আলম,সহসভাপতি অধ্যাপক চন্দনা রানী দাশ,সদস্য উপাধ্যক্ষ আজিজা লুৎফা,সাবেক ব্যাংকার মলয় কুমার দেব,পেশ ইমাম হাফেজ মো.আমিনুল ইসলাম,অধ্যাপক কবি নুরুজ্জামান মুসাফির উপস্থিত ছিলেন। পরে দুনীতিবিরোধী র্যালি ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
উপজেলা কৃষি অফিসার শারমিন জাহান,উপজেলা প্রকৌশলী মো.রবিউল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আতিকুজ্জামান,ভাঙ্গুড়া বিএম কলেজের অধ্যক্ষ মো.বদরুল আলম,মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো.আব্দুল হাকিম,,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশিল সমাজের প্রতিনিধিরা এসব কর্মসূচীতে অংশ নেন।
এছাড়া মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা ‘‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই ম্লোগানকে সামনে রেখে কর্মসূচীর সফলতায় উদ্দীপনামূলক পারফরম করে।
পরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অধ্যাপক মাহবুব উল আলম এর স্ঞ্চালনায় এবং অধ্যক্ষ মো.শহিদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল।
দুনীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়,পাবনার উপপরিচালক এর সহযোগিতা ও নির্দেশনায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে কর্মসূচীটি বাস্তবায়িত হয় ।
অপরদিকে রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও অর্থনৈতিক ভাবে একজন সফল নারী ও একজন সফল জননীকে সম্মানা ক্রেস্ট দিয়ে পুরুস্কৃত করা হয়।
এ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আতিকুজ্জামান জুলাই আন্দোলন উপলক্ষে দেওয়াল চিত্রাংকন প্রতিযোগিতায় পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান কে আর্থিকভবে পুরস্কৃত করেন।।