বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ)-এর পাবনা জেলা শাখায় পাল্টাপাল্টি কমিটি গঠন নিয়ে সৃষ্ট জটিলতার অবসান ঘটিয়েছে কেন্দ্রীয় সংসদ। এক দাপ্তরিক আদেশে শিমলা হাসপাতালের স্বত্বাধিকারী মো: আবুল হোসেনের নেতৃত্বাধীন কমিটিকে অনির্বাচিত অবৈধ কমিটি ঘোষণা করে বাতিল করা হয়েছে এবং মো: শফিকুল ইসলাম খাঁন-এর নেতৃত্বাধীন কমিটিকে নির্বাচিত বৈধ কমিটি হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে।
আজ রবিবার (৭ ডিসেম্বর) বিপিএইচসিডিএ-এর কেন্দ্রীয় সভাপতি ডা. মো: মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়।
কেন্দ্রীয় দপ্তর থেকে পাবনা জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সংশ্লিষ্টদের বরাবর প্রেরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, কেন্দ্রের অনুমতি ছাড়া এবং গঠনতন্ত্র লঙ্ঘন করে গত ১ ডিসেম্বর জনাব আবুল হোসেনের নেতৃত্বে যে কমিটি ঘোষণা করা হয়েছিল তা সম্পূর্ণ অনির্বাচিত অবৈধ ও এখতিয়ার বহির্ভূত।
তদন্তে দেখা গেছে, ওই অনির্বাচিত অবৈধ কমিটিতে এমন ১১ জন ব্যক্তিকে সদস্য করা হয়েছে যারা সংগঠনের প্রাথমিক সদস্যই নন। এছাড়া ওই সভায় উপস্থিত ৫১টি প্রতিষ্ঠানের মধ্যে ২৯টিরই বৈধ সদস্যপদ বা নবায়ন ছিল না। সংগঠনের নীতিমালা ও বিধিবিধান অনুসরণ না করায় কেন্দ্র এই কমিটিকে তাৎক্ষণিকভাবে বাতিল ও অকার্যকর ঘোষণা করেছে।
অপরদিকে, গত ২ ডিসেম্বর যথাযথ নিয়ম মেনে ও কেন্দ্রীয় পর্যবেক্ষণে মো: শফিকুল ইসলাম খাঁন-এর নেতৃত্বে নির্বাচনের মাধ্যমে গঠিত ২১ সদস্য বিশিষ্ট কমিটিকে ২০২৫-২০২৭ মেয়াদের জন্য চূড়ান্ত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ।
চিঠিতে স্পষ্ট করা হয়েছে যে, পাবনা জেলার একমাত্র নির্বাচিত বৈধ কমিটি হলো শফিকুল ইসলামের নেতৃত্বাধীন কমিটি এবং ভবিষ্যতে সকল সাংগঠনিক কার্যক্রম, যোগাযোগ ও সমন্বয় এই কমিটির মাধ্যমেই সম্পন্ন হবে।
কেন্দ্রীয় কমিটি পাবনা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে শফিকুল ইসলাম খাঁন-এর নেতৃত্বাধীন নির্বাচিত বৈধ কমিটির সাথে সকল প্রকার দাপ্তরিক কার্যক্রম পরিচালনার অনুরোধ জানিয়েছে।
পাশাপাশি অনির্বাচিত অবৈধ কমিটির উদ্যোক্তাদের সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড এবং বিভ্রান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকার জন্য কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়েছে। অন্যথায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।
এ বিষয়ে পাবনা জেলার সকল হাসপাতাল ও ক্লিনিক মালিকদের বিভ্রান্ত না হয়ে কেন্দ্রীয় নির্দেশনা মেনে নির্বাচিত বৈধ কমিটির সাথে সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানানো হয়েছে।