পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা র্যালি আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমানা আক্তার।এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও জেলা ভেটেরিনারি অফিসার ডা. মো. সেলিম হোসেন সেখ।এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আজম,যুব উন্নয়ন কর্মকর্তা শামীম হাসান, শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাবিবা খন্দকার ইভা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে মোট ৩০ টি স্টলে বিভিন্ন প্রাণি প্রদর্শন করা হয়। পরে ৫ টি ক্যাটাগরিতে ১৫ জন খামারীকে পুরস্কৃত করা হয়।