পাবনার সাঁথিয়ায় উপজেলা প্রশাসন,প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প(এলডিপি)এর সহযোগিতায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন বুধবার(২৬নভেম্বর)জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি)আসিফ রায়হান।
স্বাগত বক্তব্য দেন,জেলা প্রশিক্ষন কর্মকর্তা ডাঃ কৃষ্ণমোহন হালদার।আরো বক্তব্য দেন,উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ ফারুক হোসেন মিয়া,প্রেস ক্লাবের সাবেক সভাপতি জয়নুল আবেদীন রানা,খামারি মাহবুবুল আলম ফারুক,তাওহিদুল ইসলাম ও সুম্মা খাতুন প্রমুখ। প্রাণিসম্পদ সপ্তাহ প্রদর্শনীতে প্রায় ৩০টি স্টলে বিভিন্ন ধরনের প্রাণি প্রদর্শন করা হয়।