পাবনায় বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতি কার্যালয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ডিসট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডিং নেটওয়ার্কস’র সভা অনুষ্ঠিত হয়েছে।
বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে মানবাধিকার সাংস্কৃতি ফাউন্ডেশনের সহায়তায় ইমপাওয়ার হার প্রজেক্টের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিএইচআরডিএন’র সহ-সভাপতি এ্যাড,কামরুন্নাহার জলি।
প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সিভিল জজ মোঃ আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার সাংস্কৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এ্যাড.মোঃ সাইদুর রহমান। স্বাগত বক্তব্য দেন,বাঁচতে চাই’র নির্বাহী পরিচালক আঃ রব মন্টু।
বক্তব্য দেন,ডিএইচআরডিএন’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ টিপু সুলতান,এমএসএফ এমপাওয়ারহার প্রজেক্টের কো-অর্ডিনেটর নাজনীন শবনম,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও ডিএইচআরডিএন’র সদস্য হেলালুর রহমান জুয়েল প্রমুখ।
সভা পরিচালনা করেন এমএসএফ এমপাওয়ারহার প্রজেক্টের জেলা কো-অর্ডিনেটর সাংবাদিক কামাল আহমেদ সিদ্দিকী। সভায় মানবাধিকার,নারী ও শিশু নির্যাতন ও আইনগত সহায়তা বিষয়ে আলোচনা করা হয়।
সভায় জেলা মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্কে ৫ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়।
সূত্র: এফএনএস।