কুমিল্লায় আমার দেশ প্রতিনিধিকে হত্যার হুমকি দিয়েছে একটি চক্র। এই ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
আপনাদের দায়িত্ব পালন করে সেন্ট্রালে দ্রুত রিপোর্ট প্রদান করবেন। লাশ যেন সামাজিক যোগাযোগমাধ্যম এবং মিডিয়াতে আসে। টিম-৩ কে দায়িত্ব দেয়া হয়েছে এই ধরনের একটি অডিও ও ফটোকার্ড আসে আমার দেশ কুমিল্লা প্রতিনিধির কাছে।
২৪ নভেম্বর সোমবার রাতে দৈনিক আমার দেশ কুমিল্লা প্রতিনিধি এম হাসানের হোয়াটসঅ্যাপে অপরিচিত একটি নাম্বার থেকে একটি অডিও ও ফটোকার্ড আসে।
অডিও রেকর্ড বলা হয়-
হাসান সাহেব,
কেমন আছেন আপনি.?
আমার দেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি হাসান সাহেব বলছেন তো.?
আমাকে আপনি চিনবেন না, আমার পরিচয় আপনি জানতে পারবেন না, আমি জাস্ট আপনাকে ভয়েসটা পাঠাচ্ছি।
এই ভয়েসটা আপনার লাইফ নির্ধারণ করে দিবে, আপনি বেঁচে থাকবেন কি থাকবেন না, আপনার পরিবার বেঁচে থাকবে কি থাকবে না। আপনি অনেক দূর এগিয়ে গেছেন, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি শেখ হাসিনাকে নিয়ে যে রিপোর্টগুলো করছেন আমার দেশ পত্রিকায়, আপনার পত্রিকা থাকবে কিন্তু আপনি থাকবেন না।
আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আপনি আমাদের নিয়ন্ত্রণের বাইরে নন, আপনাকে ‘লকেট’ করা হয়েছে, আপনার পরিবারসহ। আপনি যদি নেক্সট টাইম শেখ হাসিনাকে নিয়ে কোনো ‘মিথ্যা প্রোপাগান্ডা’ ছড়ান (নিউজ করেন), আপনাকে যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে নাই করে দিতে পারি।
এমনকি আপনার পরিবারসহ-আপনার পরিবারসহ। জমায়াত শিবিরের এজন্ডা হয়ে অনেক দূর, অনেক বাড়াবাড়ি করে ফেলতেছেন। আপনি সাংবাদিকতা করেন তাতে আমাদের কোনো সমস্যা নেই, তবে সত্যটা তুলে ধরবেন। মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না। আপনার নিজের লাইফটাকেও ঝুঁকিতে ফেলবেন না, ভাল থাকবেন।
জয় বাংলা।
কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক বলেন, আমার দেশ কুমিল্লা প্রতিনিধি এম হাসান সাহসিকতার সাথে কুমিল্লায় কাজ করছে। তাকে একটা মহল প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি চাই পুলিশ তদন্ত করে হুমকিদাতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে।
কুমিল্লা পুলিশ সুপার মো. নাজির আহমদ খাঁন আমার দেশকে বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। সাংবাদিক এবং পুলিশ পেশাগত দায়িত্ব পালন করার সময় বিভিন্ন জায়গা থেকে হুমকি আসে। আপনি থানায় সাধারণ ডায়রি করেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
সূত্র: আমার দেশ।