পাবনার ভাঙ্গুড়ায় মনির হোসেন (২৫) ও আনন্দ হোসেন (৫০) নামের দুই মাদকসেবীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ নভেম্বর) বেলা ৩ টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এই দণ্ড প্রদান করেন।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের শরৎনগর বাজার ও উপজেলার পরমান্দপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
একই সময় উপজেলার রামনগর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী আছের আলী ও নৌবাড়ীয়া গ্রামের বাবু হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ওই দুই মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (৫) ধারা অনুযায়ী ওই দুই মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. শের আলম বলেন, দণ্ডপ্রাপ্ত আনন্দ ও মনিরকে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া অভিযানে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।