পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে রবিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় এন্টিবায়োটিক রেজিষ্ট্রেনস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দপ্তর কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল।
আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হুমায়ুন কবিরের সঞ্চানায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পাবনার সিভিল সার্জন আবুল কালাম আজাদ।
বক্তব্য দেন- দি একমি ল্যাবরেটরিজের সেলস ম্যানেজার মোঃ আব্দুর রাজ্জাক,বিসিডিএস চাটমোহর শাখার সভাপতি রফিকুল ইসলাম রফিক,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ও চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমুখ।
সভায় এন্টিবায়োটিক ব্যবহারে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। এজন্য সবাইকে একসাথে কাজ করার আহবান জানানো হয়।
সূত্র: এফএনএস।