জেলা প্রতিনিধি:পাবনায় ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে ২১ নভেম্বর জেলার সাঁথিয়া থানার নন্দনপুর ইউপির বোয়াইলমারী দক্ষিণপাড়া খোয়াজ প্রাং-এর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার ওপর মাদকবিরোধী একটি সফল অভিযান পরিচালিত হয়। এই অভিযানে ৭০ (সত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় । এরা হলেন, মোঃ সেলিম হোসেন (২৩),পিতা: মোঃ আবু সামা,মাতা: মোছাঃ সেলিনা খাতুন,সাং: হাটবাড়ীয়া বোয়ালমারী, থানা: সাঁথিয়া, জেলা: পাবনা, মোঃ মাফুজ রানা (২১),পিতা: মোঃ হাবিবুর রহমান,মাতা: জাহানারা বেগম,সাং: হাটবাড়ীয়া বোয়ালমারী, থানা: সাঁথিয়া, জেলা: পাবনা।
এ সময় এসআই (নিঃ) মোঃ মহিদুল ইসলাম এবং গোয়েন্দা পুলিশের কয়েকজন সদস্য তার সঙ্গে ছিলেন। অভিযানে ৭০ (সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ডিবি’র ওসি মো.রাশিদুল ইসলাম জানান,মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁন মহোদয়ের সামগ্রিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ মশিউর রহমান মন্ডল এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা মাদক ও অপরাধ দমন কার্যক্রমে ধারাবাহিকভাবে সফলতা অর্জন করে চলেছে। এর ধারাবাহিকতায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাঁথিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন,জেলা গোয়েন্দা শাখা, পাবনা মাদকমুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে।