পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে আব্দুল আজিজ খন্দকার (৪২) নামের এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ শত টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাত ১১ টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান এই রায় প্রদান করেন।
তার বাড়ি উপজেলার খানমরিচ ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামে । এর আগে গোপন সংবাদের ভিত্তিতে মাদারবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী ওই মাদকসেবীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, রাতেই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।