পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিএসডিও’র) ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা, আলোচনা সভা ও জিপিএ-৫ প্রাপ্ত ২১ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন পিএসডিও’র সভাপতি মো. রুহুল আমিন।
শেখ জাবের আল সিহাবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরকার মো. আহসানুল হাবীব, ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, মির্জাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল হাই বাচ্চু, শরৎনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ সোহেল আজীজ মো. মহসিন আলী, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক লোকমান হোসেন খান, পিএসডিও’র প্রধান উপদেষ্টা ওমর ফারুক ও ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম মনির প্রমূখ।
অনুষ্ঠান শেষে ভাঙ্গুড়া উপজেলায় ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২১ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।