পাবনার ভাঙ্গুড়ায় ৩০০ গ্রাম গাঁজাসহ রিয়াদ হোসেন (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
সোমবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে পৌরসভার উত্তর সারুটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে পৌর শ্রমিকদলের সদস্য ও পৌরশহরের মসজিদ পাড়া মহল্লার রফির ছেলে বলে জানা গেছে।
জানা গেছে, গাঁজা বিক্রির খবর পেয়ে ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় মাদক কারবারি রিয়াদ তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়।
পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহিদুল মান্নাফ কবীর বলেন, অভিযানে রিয়াদের দেহ তল্লাশি করে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গুড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।