ভাঙ্গুড়ায় রাস্তা ধ্বংস করে পুকুর খনন ও সরকারি গাছ কাটার অভিযো
ভাঙ্গুড়া সংবাদদাতা :
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সরকারি রাস্তা ঘেষেঁ পুকুর খনন ও সেখান থেকে মূল্যবান গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি খানমরিচ ইউনিয়নের রঘুনাথপুর গামের। উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগে প্রকাশ, রঘুনাথপুর গ্রামের জনাব আলী প্রামানিকের ছেলে আলম হোসেন গং জোরপুর্বক সরকারি রাস্তার জায়গা দখল করে পুকুর খনন করেছেন এবং জনসাধারণের চলাচলের এই রাস্তাটির ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে। সেই সঙ্গে সেখান থেকে তারা কতগুলো সরকারি গাছ কেটে নিয়েছে। যার মুল্য ৬০/৭০ হাজার টাকা।
রঘুনাথপুর গ্রামের বরাত আলী ও আফজাল হোসেন বলেন, খানমরিচ ইউনিয়ন ভুমি উন্নয়ন কর্মকর্তার সহায়তায় কয়েক মাস আগে সরকারি রাস্তার ক্ষতি করে পুকুর খনন করা হয়েছে। পরে বন্যার পানিতে রাস্তা ভেঙ্গে চলাচলের সম্পুর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া সেখান থেকে সরকারের মূল্যবান বৃক্ষও কেটে নেওয়া হয়। বিষয়টি খানমরিচ ভুমি উন্নয়ন কর্মকর্তাকে জানিয়ে কোনো ফল পাওয়া যায়নি। অবশেষে গত ২৫ অক্টোবর গ্রামবাসী ইউএনও’র কাছে দরখাস্ত দেন। ইউএনও দুই সপ্তাহেও কোনো ব্যবস্থা নেননি। ফলে গ্রামের লোকেরা গত মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলা সহকারী কমিশনার(ভূমি)অফিসে গিয়ে বিস্তারিত জানান। এরপর এসি ল্যান্ড নড়েচড়ে বসেন। তিনি ঐদিন সন্ধ্যায় খানমরিচ ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদারকে ডেকে আনেন এবং সরেজমিন তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বিষয়টি জানতে উপজেলা নির্বাহী অফিসার তাপস পালের সরকারি মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য জানা যায়নি।
তবে সহকারী কমিশনার(ভূমি) মিজানুর রহমান বলেন, বিষয়টি পুরাতন তবুও ইউএনও মহোদয় গ্রামবাসীদের অভিযোগটি তাকে ফরওয়ার্ড করে ব্যবস্থা নিতে বলেছেন। সে মোতাবেক আইনগত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ভূমি উন্নয়ন কর্মকর্তাকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার প্রমাণ মিললে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।ে