1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন

জনকল্যাণে কাজ করলে সরকার পাশে থাকে: ফারুক-ই-আজম

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২৪ সময় দর্শন

জনকল্যাণে যারা কাজ করেন, সরকার সবসময় তাদের পাশে থাকে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক এ কথা বলেছেন।

খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৃহস্পতিবার রাতে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। সভায় দুর্যোগ ব্যবস্থাপনায় মাঠপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, ‘এই দেশ সবার। আপনাদের হাতে দায়িত্ব ও ক্ষমতা রয়েছে জনগণের সেবা করার। সেই ক্ষমতা জনস্বার্থে ব্যবহার করুন, সরকার আপনাদের পাশে থাকবে।’

তিনি আরো বলেন, আমরা দেশকে আরো সক্ষম ও দুর্যোগ সহনশীল করে তুলতে পারি। ২০২৪ সালের গণঅভ্যুত্থাণ আমাদের সেই সুযোগ এনে দিয়েছে। বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ, কিন্তু সঠিক পরিকল্পনা ও নীতিমালার মাধ্যমে আমরা এসব চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে পারি। আমরা সেটিকে বাস্তবে রূপ দেওয়ার কাজ করছি।

সভায় বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। স্বাগত বক্তব্য দেন খুলনার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এবং কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসান মোহাম্মদ আরেফিন।

খুলনা বিভাগের ১০টি জেলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ বিভাগীয় পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা এ সভায় অংশ নেন।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host