পাবনার ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান,অধ্যাপক (অব.) মাহবুব উল আলম বাবলু’র পেনশনের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ৯ অক্টোবর) সকালে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সরকার আহসানুল হাবীব রতন এই অনুমোদন প্রদান করেন। সেই সঙ্গে সাবেক অধ্যক্ষ মো: শহিদুজ্জামান,উপাধ্যক্ষ মাহমুদা খাতুন,অধ্যাপক মলয় কুমার সরকার,অধ্যাপক কে.এম হামিদুর রহমান,অধ্যাপক শখিকুল ইসলাম, অধ্যাপক আব্দুস সালাম,অধ্যাপক চন্দনা রানী দাশ, প্রভাষক আব্দুর রশিদ, প্রভাষক আবদুল লতিফ প্রমুখ শিক্ষকের পেনশনও অনুমোদন করা হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ মিয়ার মৃত্যুজনিত কারণে কাজটি বিলম্ব হলেও মাধ্যমিক ও উচ্চ শিক্ষার মহাপরিচালক মহোদয়ের অনুমতিক্রমে কলেজের সিনিয়র শিক্ষক (রসায়ন বিভাগের) সরকার মো: আহসানুল হাবীব রতন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি অগ্রাধিকার ভিত্তিতে পেনশনের ঐ ফাইলগুলো স্বাক্ষর ও অগ্রায়ন করেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরকার মো: আহসানুল হাবীব রতন ডিডিএন নিউজকে বলেন, কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মাহবুব উল আলম বাবলুসহ কতিপয় সম্মানিত শিক্ষক সম্প্রতি অবসর গ্রহণ করেন। আজ তাদের পেনশনের ফাইলে তিনি স্বাক্ষর করে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন।
অধ্যাপক মাহবুব উল আলম বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরকার মো: আহসানুল হাবীব রতন মহোদয় অত্যন্ত আন্তরিকতার সাথে কাজগুলো করেছেন। এজন্য তিনি সবার পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।