পাবনার ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসা. মমতাজ মহল ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেল ৪ টার দিকে রাজশাহী সিটি করপোরেশনের ভেরিপারার মোড়স্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর।
দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, কিডনি ও লিভার ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহি রেখে গেছেন।
রাত ৮ টায় জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহলের মৃত্যুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল,পাবনা জেলা কমান্ড্যান্ট মো. ফজলে রাব্বি-পিভিএম, ভাঙ্গুড়া উপজেলা প্রশিক্ষক নিখিল চন্দ্র,উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেনসহ
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।