পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে।ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বিলচলন ইউনিয়নে।
জানা গেছে, ওই ইউনিয়নের বোথর উত্তরপাড়া গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে আফাজ উদ্দিনের বসতঘর ও দোকানে আগুন লাগার ফলে ফার্নিচার, নগদ টাকা, জামাকাপড়, গবাদিপশু, পাখি পুড়ে ছাই হয়ে গেছে।
আফাজ উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে তার তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাতের ব্যাপারে ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি।