পাবনার ভাঙ্গুড়ায় মেয়েকে হাত ধরে ট্রেন থেকে নামাতে গিয়ে মা সুফিয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১০ টার দিকে পৌরশহরের বড়ালব্রিজ রেল স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। ওই গৃহবধূ পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া গ্রামের সেনা সদস্য মাসুদ রানার স্ত্রী।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি প্রায় আধা ঘণ্টা দেরিতে সকাল ১০ টার দিকে বড়ালব্রিজ রেলস্টেশনে এসে পৌঁছায়।
এ সময় ওই ট্রেন থেকে গৃহবধূ সুফিয়া নামেন। এরপর তিনি মেয়ে মৃদুলাকে হাত ধরে ট্রেন থেকে নামাচ্ছিলেন। এসময় মেয়ে মৃদুলা ট্রেন থেকে নামতে পারলেও মা সুফিয়া ট্রেনের নিচে পড়ে যান। এতে তার ডান হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় স্টেশনে থাকা লোকজন দ্রুত ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে বড়ালব্রিজ স্টেশন মাস্টার আল মামুন বলেন, ট্রেন থেকে মেয়েকে হাত ধরে নামাতে গিয়ে ওই নারীর একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনাটি খুবই দুঃখ জনক।