রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একসাথে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ রেশমা বেগম।
রেশমা বেগম নাটোরের লালপুর উপজেলার সাইপাড়া (পশ্চিমপাড়া) গ্রামের দিনমজুর আসিব হোসেনের স্ত্রী। আসিব হোসেন জানান, তিনি স্থানীয় একটি খামারে দৈনিক ৪৫০ টাকা মজুরিতে কাজ করেন। সীমিত আয়ে স্ত্রী ও সন্তানদের সঠিক যত্ন নেয়া তার পক্ষে প্রায় অসম্ভব। তিনি সবার কাছে সহযোগিতা ও দোয়া চেয়েছেন।
এ বিষয়ে চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে মা ও বাকি তিন সন্তান সুস্থ থাকলেও বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে তাদের।
সূত্র: আমার দেশ।